বিয়ের তারিখ ঠিক-ঠাক। এরইমধ্যে গায়ে হলুদও সম্পন্ন। বিপত্তি হলো কনে অসুস্থ। কিন্তু বিয়ের তারিখ ঠিক হয়ে যাবার পর পেছানো কোনো সুযোগও নেই। এতে অমঙ্গল হতে পারে। কি আর করার, শেষ পর্যন্ত বিয়েটা হাসপাতালেই সম্পন্ন করতে হলো।
আইনজীবী হেরা জাভেদের বুধবার বিয়ে হওয়ার কথা ছিল। তাই ছুটি নিয়ে কলকাতার বাড়িতে আসেন তিনি। সোমবার গায়ে হলুদ হয়ে যায়।
কিন্তু এদিন সন্ধ্যার পর থেকে হেরার শুরু হয় পেটের যন্ত্রণা ও সঙ্গে বমি। শেষ পর্যন্ত তাকে ভর্তি করা হয় হাসপাতালে। হাসপাতালের চিকিৎসকরা জানান, তার অন্ত্রে কিছু সমস্যা হয়েছে। চিকিৎসা শেষ হয়নি। রোগী এখনই হাসপাতাল ছেড়ে যেতে পারবেন না।
হাসপাতাল কর্মীরা চা, কফি, সন্দেশ, বিস্কুটের আয়োজন করেন তাদের জন্য। তাতে কৃতজ্ঞ দুই পরিবার। বিয়ের পর হেরা সোজা চলে যান হাসপাতালের ফিমেল ওয়ার্ডে। পাত্র শাহনওয়াজ যান বেনিয়াপুকুরের বিয়েবাড়িতে। বাড়ি চলে অতিথিদের আপ্যায়ন।