Exceptional খেলাধুলা

‘হর্স ওম্যান’ এর ৪৫ সেকেন্ডের ভিডিও ঝড় তুলেছে নেট দুনিয়ায়

দুই হাত আর দুই পা দিয়ে চলতে কখনও কোনো মানুষকে দেখেছেন ? নিশ্চয়ই না। হাত এবং পা দিয়ে লাফাতেও কখনও দেখেননি। কিন্তু এমন ঘটনাই ঘটেছে সম্প্রতি।

নরওয়ের এক নারী যার নাম আয়লা ক্রিস্টিন, তিনি লাফাচ্ছেন ঘোড়ার মতো। হার্ডল রেসের মতো হার্ডলও টপকে যাচ্ছেন একদম হাতে ভর করেই। তার দৌড় বা লাফের ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়!

দু’হাত এবং দু’পা দিয়ে তিনি ঘোড়ার মতো দৌড়চ্ছেন। আবার কখনও বা লাফাচ্ছেন। ভিডিও ট্যুইটারে পোস্ট হতেই তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সর্বত্র। মাত্র ৪৫ সেকেন্ডের ভিডিও। তাতেই তোলপাড় নেট দুনিয়া।