Default জাতীয়

যৌন হয়রানিঃ অভিযুক্ত ঢাবি শিক্ষক চাকরিতে পুর্নবহাল

যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের বরখাস্তকৃত অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেনকে চাকরিতে পুনর্বহালের রায় দিয়েছেন হাইকোর্ট। অধ্যাপক ড. মো. শাহাদাতকে বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে জারি করা রুল যথাযথ করে মঙ্গলবার রায় দেন বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক ও ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু। আর ঢাবির পক্ষে ছিলেন এ এফ এম মেজবা উদ্দিন।

২০১৬ সালের জুলাই মাসে সমাজ বিজ্ঞান বিভাগের দুই ছাত্রী তাদের মাস্টার্সের ফল প্রকাশিত হওয়ার পর সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলে। সে অভিযোগের ভিত্তিতে চলতি বছরের ৬ মার্চ তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরে ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শাহাদাত হোসেন। সে রিটের প্রাথমিক শুনানি নিয়ে ৭ জুন রুল জারি করেন আদালত।