প্রতিবারের মতো এবারের প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ৩২টি দল খেলবে, যেখানে রাশিয়া স্বাগতিক দল হিসেবে এবং বাকি ৩১টি দল বাছাইপর্বের প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে খেলবে। এ ৩১ টি দলের মধ্যে এখন পর্যন্ত টিকিট নিশ্চিত করেছে ২৮ টি দল। এখনও বাকি রয়েছে আরো ৩টি দল।
আয়োজক রাশিয়ার ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে সর্বমোট ৬৪টি খেলার সম্পন্ন হবে। ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে আবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে।
চলুন এক নজরে দেখেনি এখন পর্যন্ত বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা দল গুলোকে:
১) রাশিয়া
২) ব্রাজিল
৩) ইরান
৪) জাপান
৫) মক্সিকো
৬) বেলজিয়াম
৭) দক্ষিণ কোরিয়া
৮) সৌদি আরব
৯) জার্মানি
১০) ইংল্যান্ড
১১) স্পেন
১২) কোস্টারিকা
১৩) পোল্যান্ড
১৪) মিশর
১৫) আইসল্যান্ড
১৬) সার্বিয়া
১৭) পর্তুগাল
১৮) ফ্রান্স
১৯) উরুগুয়ে
২০) আর্জেন্টিনা
২১) কলম্বিয়া
২২) পানামা
২৩) সেনেগাল
২৪) মরক্কো
২৫) টিউনিস্
২৬) সুইজারল্যান্ড
২৭) ক্রোয়েশিয়া
২৮) নাইজিরিয়া