Exceptional বিনোদন

মনে আছে সেই কিউট পিচ্ছির কথা, বর্তমান ছবি দেখলে চমকে যাবেন

মনে পড়ে ছোট্ট ফুটফুটে বাচ্চা ছেলেটিকে?‌ ‘‌কাভি খুশি কাভি গম’‌‌ ছবিতে শাহরুখ খানের ছেলের ভূমিকায় অভিনয় করেছিল। রিস্তে এবং কিউ কি ম্যায় ঝুট নেহি বোলতা ছবিতে শিশু শিল্পী হিসেবে সবার নজর কেড়েছিল। ২০০১ সালের কাভি খুশি কাভি গমের ছোট্ট ছেলেটি আজ সুপুরুষ। মঙ্গলবারই ২৪ বছরে পা রাখল জিব্রান ফিরোজ খান। বুধবার এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের আজকাল পত্রিকায়।

বলিউডে জমি শক্ত করতে চান জিব্রান।

নায়কের চরিত্রে অভিনয় করার জন্য রীতিমতো ঘাম ঝরাচ্ছেন। শরীরচর্চার পাশাপাশি শিখছেন অভিনয় ও নাচ। সামিক দাভারের নাচের স্কুলে প্রধান প্রশিক্ষক হিসাবে কাজ করছেন জিব্রান।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তার সিক্স–প্যাক ছবি ভাইরাল হয়ে গেছে। বলিউডে আলোচনা শুরু হয়ে গেছে সুপুরুষ জিব্রানকে নিয়ে। অনেকেই মনে করছেন বলিউডে কাজ করতে গেলে যে মশলা দরকার তা জিব্রানের মধ্যে রয়েছে। সুযোগ পেলে নিজের অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলতে চান জিব্রান।

জুমবাংলানিউজ/ জিএলজি