slider খেলাধুলা

বৃষ্টিতে বরিশাল বুলস – চিটাগং ভাইকিংসের ম্যাচে বিলম্বিত টস

toss1478334224বৃষ্টির কারণে বিপিএলের চতুর্থ আসরের প্রথম দিনের দুটি ম্যাচই ভেস্তে যায়। আজও দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বরিশাল বুলস ও চিটাগং ভাইকিংস।

দুপুর ২টায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে এখনো টসের কয়েন কোনো অধিনায়কের হাতেই ওঠার সুযোগ পায়নি। সুযোগ পায়নি শূন্যে ঘোরার। বিলম্বিত হচ্ছে প্রথম ম্যাচের টস।

বৃষ্টি যেন নির্দয়, নির্মম। বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট ভক্ত বিপিএলের খেলা দেখার অধীর আগ্রহ নিয়ে বসে থাকলেও বৃষ্টি বিরাম দিচ্ছে না।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে। ঢাকায়ও শুক্রবার থেকে অবিরাম বৃষ্টি ঝড়ছে। এ বৃষ্টি যেন ক্লান্তিহীন। ক্লান্তিহীন বৃষ্টি ধৈর্য্যরে বাঁধ ভেঙে দিচ্ছে ক্রিকেটপ্রেমীদের।

শেষ পর্যন্ত বৃষ্টি বল মাঠে গড়ানোর সুযোগ দেয় কিনা সেটাই এখন দেখার বিষয়।

ভিডিও নিউজ : পুরো গ্রামের ১ মাসের খাবার এক তিমি! বিশাল এই তিমি কিভাবে শিকার করলো দেখুন (ভিডিও)

Add Comment

Click here to post a comment