Default

বিয়ের রেশ না কাটতেই যুবরাজকে নিয়ে সিনেমা!

1481124392_58ভারতের ক্রিকেট তারকা যুবরাজ সিংয়ের বিয়ে নিয়ে এতদিন সরগরম ছিল সংবাদমাধ্যম। এবার শোনা যাচ্ছে, যুবরাজকে নিয়ে বায়োপিক তৈরি হতে পারে।

ভারতের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, একটি নামি প্রযোজনা সংস্থা নাকি এ ব্যাপারে উদ্যোগী হয়েছে।

সম্প্রতি মুহাম্মদ আজহারউদ্দিনকে নিয়ে বায়োপিক হয়েছে। মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়েও তৈরি হয়েছে ছবি। যুবরাজের জীবনও কম বর্ণময় নয়। খেলা থেকে শুরু করে প্রেম-যাপন, সবেতেই চমক রয়েছে। ক্যান্সার জয় করে খেলায় প্রত্যাবর্তনও সিনেম্যাটিক ভঙ্গিতে দেখলে বেশ আকর্ষণীয়।

বিয়ের রেশ কাটলেই নাকি প্রযোজনা সংস্থাটি যুবরাজের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করবে বলেও জানা গেছে। তবে যুবরাজের চরিত্রে কে অভিনয় করবেন, সেটা এখনই জানা যাচ্ছে না। তবে কিছুদিন আগে একটি টক-শো এ এসে যুবরাজ বলেছিলেন, অক্ষয় কুমার করলে মন্দ হয় না। তার ভাষায়, ‘আমি পাঞ্জাবের ছেলে। অক্ষয়ও তাই। ও করলে ব্যাপারটা মানাবে। ‘

ভিডিও নিউজ : এবার বউয়ের হুমকিতে কাবু আশরাফুল। দেখুন (ভিডিওতে )

Add Comment

Click here to post a comment