কাতারের জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত বিশ্ব একাদশের ম্যাচটি খেলতে আজ মাঠে নামবেন তিনি।
এশিয়ান টাউন ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচটিতে মাঠে নামবেন তিনি। বিশ্ব একাদশের নেতৃত্বে আছেন পাকিস্তানি গ্রেট শহীদ আফ্রিদি। পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে আরও আছেন, সালমান বাট, আব্দুর রাজ্জাক, শোয়েব মাকসুদ, কামরান আকমল, উমর আকমল, মোহাম্মদ সামি, সাঈদ আজমল, ফাওয়াদ আলম। ভারতের একমাত্র ক্রিকেটার ইউসুফ পাঠান।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজের জেরোমি টেইলর, দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস এবং ইমরান তাহির, শ্রীলংকার পারভেজ মাহরুফ এবং চামিন্ডা ভাস, ইংল্যান্ডের লিয়াম প্ল্যাংকেট এবং আফগানিস্তানের নওরোজ মঙ্গল। কাতারের স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি দেখতে ১৫ হাজার ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটি ভরে উঠবে বলে আয়োজকরা আশা করছেন।
প্রীতি ম্যাচ খেলা ছাড়াও বিশ্ব একাদশের ক্রিকেটাররা স্কুলের শিশুদের একদিন ক্রিকেট ট্রেনিং দেবেন। এছাড়া আজ শনিবার ক্রিকেটারদের সম্মানে রয়েছে ডিনার পার্টি। সেখানে স্ত্রী আনিকা আর ৩ মাস বয়সী মেয়ে আরিবাকে নিয়ে বেশ দারুণ সময় কাটছে লিটল মাস্টারের।
ভিডিও নিউজ : এটিই ইতিহাস এর একটি সেরা ফ্রি কিক; বিশ্বাস না হলে নিজের চোখেই দেখুন (ভিডিও)
Add Comment