Default

বলিউড তারকাদের কার কত উচ্চতা!

লিউডের জনপ্রিয় নায়ক ও নায়িকাদের আপদমস্তক খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করেন তাদের ভক্তরা। জেনে নিন ভারতের লম্বা নায়ক-নায়িকাদের তালিকা।

নায়িকাদের উচ্চতা

১. যুক্তা মুখী সবচেয়ে লম্বা নায়িকা, উচ্চতা ১.৮০ মিটার।

২-৩-৪-৫. মুগড়া গোড়সে, আনুশকা শর্মা, দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর প্রত্যেকের উচ্চতা ১.৭৫ মিটার।

৬. ক্যাটরিনা কাইফ ১.৭৪ মিটার।

৭. সোনাক্ষী সিনহার উচ্চতা ১.৭৩ মিটার।

৮. প্রিয়াঙ্কা চোপড়া ১.৭২ মিটার।

৯-১০. ঐশ্বরিয়া রায় এবং হুমা কোরেশি প্রত্যেকেই ১.৭০ মিটার।

এ ছাড়া কারিনা কাপুর ১.৬৩ মিটার, আলিয়া ভাট ১.৬৮ মিটার, পরিণীতি চোপড়া ১.৭২ মিটার ও নারগিস ফাকরি ১.৭৫ মিটার।

এবার নায়কদের উচ্চতা জানা যাক

১. সবচেয়ে লম্বা অমিতাভ বচ্চন। তার উচ্চতা ১.৮৮ মিটার।

২. অভয় দেওল ১.৮৫ মিটার।

৩. রণবীর কাপুর ১.৮৩ মিটার।

৪. হৃত্বিক রোশন ১.৮২ মিটার।

৫-৬. অজয় দেবঘন এবং অক্ষয় কুমার প্রত্যেকেই ১.৮০ মিটার।

৭. সাইফ আলী খান ১.৭৫ মিটার।

৮. সালমান খান ১.৭৪ মিটার।

৯. শাখরুখ খান ১.৭৩ মিটার।

১০. আমির খান ১.৬৮ মিটার।

এ ছাড়া সিদ্ধার্থ মালহোত্রা ১.৮৫ মিটার, বরুণ ধাওয়ান ১.৭৮ মিটার, অর্জুন কাপুর ১.৮৫ মিটার, অর্জুন রামপাল ১.৮৫ মিটার ও রণবীর সিং ১.৭৮ মিটার।