Exceptional বিনোদন স্লাইডার

প্রিয় আনিসুল হক যে নাটকে অভিনয় করেছিলেন, নায়িকা কে ছিলেন?

সাংস্কৃতিক অঙ্গনের সাথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের সম্পর্কটি অবিচ্ছেদ্য। দেশের প্রেক্ষাপটে ব্যতিক্রম ধারার বেশ কিছু জনপ্রিয় অনুষ্ঠান উপস্থাপনা করে স্বকীয় অবস্থান তৈরির পাশাপাশি ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন তিনি।

তবে ব্যতিক্রমী এই মানুষটি সম্বন্ধে আরেকটি ব্যতিক্রমী তথ্য হচ্ছে, তিনি একটি নাটকেও অভিনয় করেছিলেন। খ্যাতিমান নির্মাতা নওয়াজেশ আলী খান নির্মিত ওই নাটকটির নাম ‘সালামত দাতাং’। বিটিভিতে প্রচার হওয়া এ নাটকে নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন আনিসুল হক।

এতে তার বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন বিটিভির সে সময়কার জনপ্রিয় অনুষ্ঠান ঘোষক ও বিউটিশিয়ান অঞ্জলি মোস্তফা। নাটকটির গল্পে তার চরিত্র ছিল এক ইন্দোনেশিয়ান তরুণীর যাকে বিয়ে করেন আনিসুল হক। কিন্তু সংস্কৃতি ও ভাষার ভিন্নতার কারণে তাকে মেনে নিতে পারে না আনিসের পরিবার। তবে প্রেমিকের সহায়তায় তরুণীটি নিজেকে বাংলাদেশী সাংস্কৃতিক মানে গড়ে তোলে। ফলে শ্বশুরবাড়ির সবাই মেনে নেয় আনিসের বিদেশিনী।

নাটকটিতে অনবদ্য অভিনয় করেছিলেন আনিসুল হক। এই সফলতার পর অনেক নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়ে অনুষ্ঠান উপস্থাপনা নিয়েই ব্যস্ত থেকেছেন।

প্রসঙ্গত, আনিসুল হক উপস্থাপিত অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ‘অন্তরালে’, ‘এখনই’, ‘বলা না বলা’, ‘সবিনয়ে জানতে চাই’, ‘ঈদের ঢোল’ প্রভৃতি। এছাড়া তিনি বিটিভির বেশ কয়েকটি ঈদের ‘আনন্দমেলা’ও উপস্থাপনা করেছেন।

জুমবাংলানিউজ/ জিএলজি