slider জাতীয় বিভাগীয় সংবাদ

পাহাড় ধসে সিলেটের সঙ্গে সবধরনের ট্রেন যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে পাহাড় ধসে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী  ‘কালনী এক্সপ্রেস’ ট্রেন কমলগঞ্জের ভানুগাছ স্টেশনে আটকা পড়ে। ইতিমধ্যে রেলকর্মীরা লাইন থেকে মাটি সরানোর কাজ শুরু করেছেন।

শ্রীমঙ্গল স্টেশন মাস্টার ফয়জুর রহমান বলেন, ‘আশা করছি দুপুর ১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’