slider খেলাধুলা

নিউজিল্যান্ড পৌঁছেছে সাকিব, মাশরাফিরা

অস্ট্রেলিয়ায় ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প শেষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আজ রোববার সকালে নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিডনি থেকে অকল্যান্ড হয়ে ফাঙ্গারেই অবস্থান করবেন মাশরাফিরা। আর সিরিজ শুরুর আগে আগামী ২২ ডিসেম্বর নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পূর্ণাঙ্গ সিরিজে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দইটি টেস্ট খেলবে বাংলাদেশ। স্বাগতিক নিউজিল্যান্ড চূড়ান্ত দল ঘোষণা করলেও বাংলাদেশ এখনো চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি।

এদিকে নিউজিল্যান্ড সিরিজের আগে আবহাওয়ার সাথে মানিয়ে নিতে বর্তমানে অস্টেলিয়ায় ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করছেন মাশরাফি-সাকিবরা। ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নিতে বিশেষজ্ঞ কোচদের সাথে কাজ করার পাশাপাশি বিগ ব্যাশ লিগের দুইটি দলের সাথে অনুশীলনী ম্যাচও খেলেছেন ক্রিকেটাররা।

১৪ ডিসেম্বর প্রথম ম্যাচটি সিডনি সিক্সার্সের বিপক্ষে বৃষ্টি আইনে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ। পরের ম্যাচে সিডনি থান্ডারের কাছে ৬ উইকেটে হেরে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ।

ভিডিও নিউজ : এটিই ইতিহাস এর একটি সেরা ফ্রি কিক; বিশ্বাস না হলে নিজের চোখেই দেখুন (ভিডিও)

Add Comment

Click here to post a comment