Default খেলাধুলা

নিউজিল্যান্ড পৌঁছেছে টাইগাররা

নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। অস্ট্রেলিয়ায় ১০ দিনের প্রস্তুতি শেষে রোববার সকালে নিউজিল্যান্ড পৌঁছে মাশরাফি-মুশফিকরা। এ সফর কালে নিউজিল্যান্ডে তিনটি ওয়ানডে, তিনটি টি২০ ও দুইটি টেস্ট খেলার কথা রয়েছে।
জাতীয় ক্রিকেট দলের ওপেনার ইমরুল কায়েসের ফেসবুক পেজে দেয়া একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আগামী ২৬ ডিসেম্বর প্রথম একদিনের ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। অবশ্য তার আগে ২২ ডিসেম্বর নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
নিউজিল্যান্ডে অনুশীলনের জায়গা না পাওয়ার কারণে অস্ট্রেলিয়ায় যায় বাংলাদেশের ক্রিকেটাররা। বিপিএলের কারণে তিন ধাপে সেখানে পৌঁছায় টাইগাররা।
অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশের দুই দল সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডারের বিপক্ষে দুটি টি২০ ম্যাচে অংশ নেয় বাংলাদেশ। সিক্সার্সের বিপক্ষে ম্যাচটিতে জয় পেলেও থান্ডারের বিপক্ষে পরাজিত হয় বাংলাদেশ।

ভিডিওঃ যে ৫টি তুচ্ছ ভুলের ঘটনা বিশ্বকে বদলে দিয়েছিল(ভিডিও)

Add Comment

Click here to post a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.