slider আন্তর্জাতিক

ধানক্ষেতে একসঙ্গে চার যুবকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য (ভিডিওসহ)

11ভারতের হুগলী জেলার চূঁচুড়ার সিমলাপুল এলাকায় একসঙ্গে চার যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে ধানক্ষেতে চার যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। প্রথমে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে খবর দেওয়া হয়। সেখান থেকে খবর যায় চূচূড়া থানায়। পুলিশ এসে চারটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চার যুবকের মধ্যে তিনজনের গলাতেই ফাঁসের দাগ ছিল। প্রত্যেকেরই পরনে ভাল পোশাক ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, চারজনই হয়তো চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গিয়েছিল। সেখান থেকে ফেরার সময়ে কোন ভাবে বচসা হওয়াতেই চারজনকে খুন করা হয়ে থাকতে পারে। মৃতদেহের পাশ থেকে দু’টি লেপও উদ্ধার হয়। পুলিশের অনুমান, অন্যত্র খুন করে চারটি দেহ ওখানে ফেলে দিয়ে যাওয়া হয়েছে।

যদিও, মৃতদের কোনও পরিচয় এখনও জানা যায়নি। চূঁচুড়া ইমামবাড়া হাসপাতালে দেহগুলির ময়নাতদন্ত হবে। সেই রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে চূঁচুড়া থানার পুলিশ। ক্লিক করে প্রথম ভিডি  ও ২য় ভিডিও দেখুন।

Add Comment

Click here to post a comment