slider আন্তর্জাতিক

‘থামতেই চাইছিলেন না ট্রাম্প-পুতিন’

জার্মানির হামবুর্গে জি-২০ সম্মেলনের ফাঁকে শুক্রবার প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকটির দৈর্ঘ্য ছিল সোয়া দুই ঘণ্টার মতো।

বিপরীত মেরুর প্রভাবশালী এই দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক কতখানি সফল হবে তা নিয়ে আগে থেকেই শুরু হয়েছিল নানা জল্পনা-কল্পনা। তবে বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসেন জানান, দুই নেতা খুব দ্রুতই নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করেন। দুজনের মধ্যে সুস্পষ্টভাবে ইতিবাচক রসায়ন ছিল। টেবিলে আলোচনার জন্য এত বেশি ইস্যু ছিল যে, দুজনের কেউই থামতেই চাইছিলেন না।

টিলারসেন বলেন, ‘এমনকি এক পর্যায়ে ফার্স্ট লেডিকে পর্যন্ত ভেতরে পাঠানো হয়েছিল, যদি আমাদের বের করে নেয়া যায়। কিন্তু তাতেও কাজ হয়নি। এরপর আরো এক ঘণ্টা বৈঠক করেছি।’

অবশ্য বৈঠকের আগে, রুশ সংবাদমাধ্যমগুলো প্রথমে জানিয়েছিল, এক ঘণ্টাব্যাপী এ বৈঠকে দুই নেতা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। পরে জানানো হয়- বৈঠকটি এক ঘণ্টা নয়, ৩০ মিনিটের হবে। সেখানে সোয়া দুই ঘণ্টার মতো বৈঠক করেন দুই নেতা।

এছাড়া, দুই নেতা যখন ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন, তখন পুতিনকে উদ্দেশ্য করে ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘আপনার সাথে দেখা হওয়ায় সম্মানিত বোধ করছি।’ জবাবে পুতিন বলেন, ‘আপনার সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে পেরে আমি আনন্দিত।’

বৈঠকে গত বছরের মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টি উঠে এসেছে। এছাড়াও ঠাঁই পায় সিরিয়া যুদ্ধ, সন্ত্রাসবাদ এবং সাইবার নিরাপত্তা প্রসঙ্গ।

উল্লেখ্য,, গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচার চলাকালে রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ট্রাম্প। পুতিনও ট্রাম্পের প্রশংসা করেন। এ নিয়ে মার্কিন রাজনীতিতে নানা সন্দেহ দানা বাঁধে। ট্রাম্পকে জেতাতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল বলেও অভিযোগ উঠেছিল। এ বিষয়ে তদন্ত চলছে। সূত্র: বিবিসি