Default

ছোটো খাটো কাটা-পোড়া সারিয়ে তোলার জাদুকরি উপায় জেনে নিন

tছোটো খাটো কাটা-পোড়া দৈনন্দিন জীবনেরই অংশ।

অনেক সাবধান থাকা সত্ত্বেও রান্নার সময়ে ত্বক পুড়ে যেতেই পারে। এ সময়ে যদি পোড়া ক্ষতের জন্য দরকারি ওষুধ বা অয়েনমেন্ট বাড়িতে না থাকে তাহলে কী করবেন?

আছে একটি সহজ ঘরোয়া সমাধান বা প্রাথমিক চিকিৎসা। জেনে নিন!

এর জন্য আপনার দরকার হবে ডিমের সাদা অংশ। ছোটো খাটো পোড়া ক্ষত সারিয়ে তুলতে ডিমের সাদা অংশ ফেটিয়ে নিন এবং তা ক্ষতের ওপর প্রয়োগ করুন। এটা প্রাথমিক চিকিৎসা হিসেবে ভালো কাজ করবে এবং ফোসকা পড়ার সম্ভাবনা কমাবে।

পাশাপাশি জ্বালাপোড়াও কমবে ও শান্তি দিবে।

ভিডিও:দেখুন সাগরের মধ্যে দিয়ে তৈরি ভয়ংকর রাস্তা যেখানে গেলে রক্ত হিঁম হয়ে আসে (ভিডিও)

Add Comment

Click here to post a comment