slider ঢাকা বিভাগীয় সংবাদ

অবশেষে নাসিরনগরের ঘটনায় ইউএনও প্রত্যাহার

uno_muazzemহিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগ ওঠা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জাম আহমেদকে সরানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় রবিবার এক আদেশে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা মোয়াজ্জাম আহমেদকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে।

ফেসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে গত ৩১ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের দেড় শতাধিক ঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। গত বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতেও নাসিরনগরে আবারও হিন্দু সম্প্রদায়ের কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় বিভিন্ন মহল থেকে ইউএনওসহ স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে।

Add Comment

Click here to post a comment