Default

৪ দিন পর ফিরেছেন সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া পর্যটকরা

eসেন্টমার্টিন ভ্রমণে গিয়ে আটকে পড়া দেড় শতাধিক পর্যটক ৪ দিন পর সোমবার ফিরেছেন।

গত বৃহস্পতিবার সেন্টমার্টিন ভ্রমণে যাওয়ার পরদিন থেকে আবহাওয়ার সতর্ক সংকেত জারির পর এই পর্যটকরা সেখানেই আটকা পড়েছিলেন।

সোমবার সংকেত নেমে গেলে ‘বে ক্রুজ’ নামে একটি জাহাজ আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনতে সেন্টমার্টিন যায়।

বিকালে পর্যটকদের নিয়ে জাহাজটি টেকনাফ দমদমিয়া জাহাজ ঘাটে ফিরে আসে।

পর্যটকদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৪ জনের একটি দল রয়েছে বলে জানা গেছে।

ভিডিও:নদীর মধ্যে বাস চালিয়ে অনলাইনে আলোড়ন তুললো যে ড্রাইভার… দেখুন (ভিডিও)আজকের জনপ্রিয় খবরঃ

গুরুত্বপূর্ণ অ্যাপ:

  1. বুখারী শরীফ Android App: Download করে প্রতিদিন ২টি হাদিস পড়ুন।
  2. পুলিশ ও RAB এর ফোন নম্বর অ্যাপটি ডাউনলোড করে আপনার ফোনে সংগ্রহ করে রাখুন।
  3. প্রতিদিন আজকের দিনের ইতিহাস পড়ুন Android App থেকে। Download করুন

Add Comment

Click here to post a comment