slider জাতীয় বিভাগীয় সংবাদ

হবিগঞ্জ শহর রক্ষা বাঁধে ফাটল, তলিয়ে যাওয়ার শঙ্কায় হবিগঞ্জ

মঙ্গলবার সকাল থে‌কে খোয়াই নদীর পানি বিপদসিমার ২৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যে কোন সময় বাঁধ ভে‌ঙ্গে ত‌লি‌য়ে যে‌তে পা‌রে হ‌বিগঞ্জ জেলা শহর। সময় যত যা‌চ্ছে পা‌নি ততো বাড়‌ছে। শহরবাসীর ম‌ধ্যে দেখা দি‌য়ে‌ছে আতঙ্ক।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোঃ তাওহিদুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যা থে‌কে খোয়াই নদীর পা‌নি বাল্লা সীমা‌ন্তে ব্যাপক হা‌রে বৃ‌দ্ধি পায়। ফলে রাত থে‌কেই পা‌নির চাপ এসে প‌ড়ে চুনারুঘাট থে‌কে জেলা শহর পর্যন্ত। পানি বাড়ার ফলে শহ‌রের বি‌ভিন্ন প্রতিরক্ষা বাঁধ পড়েছে হুমকির মুখে। তবে ভার‌তের ত্রিপুরা রাজ্য বৃ‌ষ্টি না হলে ৪ থেকে ৫ ঘণ্টার ম‌ধ্যে কমে যাবে খোয়াই নদীর পা‌নি।

সোমবার রা‌তে বালুর বস্তা ফেলে অনেক বা‌ধেঁ উপ‌চে পড়া পানি বন্ধ ক‌রে‌ছে এলাকাবাসী ।

শহরের কামড়াপুর ব্রীজ পয়েন্ট, মাছুলিয়া পয়েন্টে, গরুরবাজার প‌য়েন্ট ও তেতৈয়া ব্রীজ পয়েন্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।আজকের জনপ্রিয় খবরঃ

গুরুত্বপূর্ণ অ্যাপ:

  1. বুখারী শরীফ Android App: Download করে প্রতিদিন ২টি হাদিস পড়ুন।
  2. পুলিশ ও RAB এর ফোন নম্বর অ্যাপটি ডাউনলোড করে আপনার ফোনে সংগ্রহ করে রাখুন।
  3. প্রতিদিন আজকের দিনের ইতিহাস পড়ুন Android App থেকে। Download করুন