Advertisements
বিনোদন

যে কারণে রণবীরের ওপর চটেছেন অমিতাভ

সোনম কাপুরের পর এবার রণবীর সিংয়ের ওপর চটেছেন অমিতাভ বচ্চন। কারণ সোনমের মতো একই ভুল করে ফেলেছেন রণবীর সিং।

জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, রণবীরের জন্মদিনে অমিতাভ বচ্চনের শুভেচ্ছার কোনো উত্তর এখন পর্যন্ত না দেওয়ায় খানিক ক্ষুব্ধ বি বি।

বিষয়টি অমিতাভ টুইট করে নিজেই জানিয়েছেন রণবীরকে। পরে অবশ্য নিজস্ব স্টাইলে গোটা ব্যাপারটা আয়ত্ত্ব করার চেষ্টা করেছেন রণবীর।

Advertisements

সর্বশেষ খবর