Advertisements
অন্যরকম খবর

যেখানে প্রথম পৌঁছয় সূর্যের আলো

সূর্যোদয় দেখা জন্য মানুষ কত কিছুই না করেন। বিশেষ করে পাহাড়ি এলাকায় দাঁড়িয়ে পাহাড়ের গায়ে সূর্যের প্রথম ছটা যেন ঐশ্বরিক অনুভূতি এনে দেয়।
তবে কোথায় এই সূর্যকিরণ প্রথম পড়ে প্রশ্ন করলে অনেকের মনেই যে ছবিটা সবার আগে উঠে আসবে তা হল টাইগার হিলে সূর্যোদয়ের ছবি। কিন্তু জেনে অবাক হবেন টাইগার হিল নয় অন্য একটি স্থানই এই সৌভাগ্যের অধিকারী।

যদিও অরুণাচল প্রদেশ সূর্যকিরণের প্রথম দেখা পায় বলে অনেকেই জানেন। কিন্তু এ তথ্য আংশিক সত্য হলেও, সমগ্র অরুণাচলকে এর মধ্যে ধরা যায় না। তাহলে সেই স্থান কোনটি?

জানা যায়, ‘ডং’ নামের একটি ছোট শহরই কিন্তু প্রথম দেখা পায় সূর্যকিরণের। সূর্যের প্রথম আলো যতটা মায়াময় এবং নির্মল হয় তা বোধ হয় আর কোনও কিছুর সঙ্গেই তুলনা করা যায় না। তাই এই প্রথম আলোর সাক্ষী হতে গেলে ঘুরে আসতেই পারেন ডং থেকে।

Advertisements