Default

ভারতীয় যৌনকর্মীদের ৫ বিস্ময়কর তথ্য!

1aভারতে মোট যৌনকর্মীর সংখ্যা কত? মূলত কোন শ্রেণির মানুষ এ ব্যবসায় নাম লেখাচ্ছেন বা লেখাতে বাধ্য হচ্ছেন? সাম্প্রতিক ভারতের যৌনকর্মীদের নিয়ে একটি সমীক্ষা থেকে উঠে এসেছে এমন নানান তথ্য। তার মধ্যে পাঁচটি বিস্ময়কর তথ্য হয়ত আপনি জানতেন না আগে।

১. ভারতে মোট যৌনকর্মীর সংখ্যা- ২০ থেকে ৩০ লাখ। এর মধ্যে একটা বড় সংখ্যক মানুষই ইচ্ছার বিরুদ্ধে এই পেশায় এসেছেন।

২. ভারতীয় ও নেপালি মেয়েদের যে অংশটি ১৩-১৯ বছর (টিন এজার) বয়সের মধ্যে যৌন পেশায় এসেছেন তাদের বেশিরভাগকেই জোর করে নিয়ে আসা হয়েছে।

৩. ২০ বছর বা তার চেয়ে বেশি বয়সে যেসব মেয়েরা যৌন ব্যবসায় এসেছেন তাদের অধিকাংশই অর্থনৈতিক কারণে এই পেশায় আসতে বাধ্য হয়েছেন।

৪. ভারতে শতকরা ৯০ ভাগ যৌনকর্মীর মেয়েরা পরবর্তীতে যৌন ব্যবসাকেই নিজেদের পেশা হিসেবে বেছে নেন।

৫. ভারত ও নেপালের মতো দেশগুলোতে যেখানে জাতিভেদ প্রথা আজও বিদ্যমান, সেখানে নির্দিষ্ট কয়েকটি বর্ণের মেয়েদের বেশ কম বয়েসে এই পেশায় আসতে দেখা যায়।

ভিডিওঃ বাজে ছেলে ছবিতে বাপ্পি ও আরশির সেক্স ভিডিও



আজকের জনপ্রিয় খবরঃ

গুরুত্বপূর্ণ অ্যাপ:

  1. বুখারী শরীফ Android App: Download করে প্রতিদিন ২টি হাদিস পড়ুন।
  2. পুলিশ ও RAB এর ফোন নম্বর অ্যাপটি ডাউনলোড করে আপনার ফোনে সংগ্রহ করে রাখুন।
  3. প্রতিদিন আজকের দিনের ইতিহাস পড়ুন Android App থেকে। Download করুন

Add Comment

Click here to post a comment