Advertisements
খেলা-ধুলা

নতুন ব্যবসা শুরু করতে চলেছেন সৌরভ

ভারতের ক্রিকেট বোর্ডের অ্যাডভাইসারি কমিটির সদস্য, সিএবি-র প্রেসিডেন্ট, জনপ্রিয় টিভি-শোয়ের সঞ্চালক, ধারাভাষ্যকার- সব মিলিয়ে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও সদাব্যস্ত সৌরভ গঙ্গোপাধ্যায়। এত সব কিছুর পরেও সৌরভ নতুন ব্যবসা শুরু করতে চলেছেন। মুম্বাইয়ের এক স্টার্ট আপ কোম্পানিতে বিনিয়োগ করতে চলেছেন তিনি, এমনটাই জানা গেছে একটি সর্বভারতীয় প্রচারমাধ্যমে।

সেই স্টার্ট আপ কোম্পানির নাম ‘ফ্লিকসট্রি’। মুম্বাইয়ের এই স্টার্ট আপ কোম্পানিই মুভি দেখানোর সফটওয়ার তৈরি, স্বাস্থ্য ও ফিটনেস শো, শর্ট ফিল্ম তৈরি করে।

সৌরভ জানিয়েছেন, ভারতের ভবিষ্যৎ রয়েছে ডিজিটাল দুনিয়াতেই। দেশের ডিজিটাল স্বপ্নের বাস্তবায়নের জন্য ফ্লিকসট্রি-তে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। কারণ ফ্লিকসট্রি-র মতো সংস্থা দেশের অন্যতম সেরা টেক-কোম্পানি। ওদের ভিশনটাও বেশ স্বচ্ছ।

Advertisements

সর্বশেষ খবর