Advertisements
জাতীয়

এবার ঈশ্বরদীতে শোয়ার ঘরে মিলল শতাধিক গোখরা

পাবনার ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের দুবলাচরা গ্রামে এক ব্যক্তির বসতঘরে মিলল দুই শতাধিক গোখরা। আর সাতক্ষীরায় ফাস্টফুডের দোকানে বিস্কুটের কার্টনে পাওয়া গেছে ১২টি বিষধর সাপ। এগুলোকে পিটিয়ে মেরে ফেললেও স্থানীয়দের সাপ আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে।
শুক্রবার বিকালে দুবলাচর গ্রামের আমান মিয়ার পাকা বাড়ির শোয়ার ঘরের গর্তে সাপ দেখা যায়। খবর পেয়ে স্থানীয় সাপুড়ে সানোয়ার এসে গর্ত খুঁড়ে দুই শতাধিক গোখরা বের করেন। এর মধ্যে দুটি বড়। বাকিগুলো ছোট গোখরা। এগুলো মেরে গর্তে পুঁতে রাখে স্থানীয়রা। এ ঘটনায় আশপাশের লোকজনের মধ্যে সাপ আতঙ্ক বিরাজ করছে।


এদিকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট বাজারের নিজাম আলীর দোকান থেকে ১২টি বিষধর গোখরা ধরা পড়ে। নিজাম আলী জানান, বেচাকেনার ফাঁকে হঠাৎ বিস্কুটের বাক্সের দিকে নজর পড়তেই দেখেন একটি সাপ নড়াচড়া করছে। লোকজন এসে সাপটি মেরে ফেলেন। পরে দেখা যায় দোকানের মধ্যে এদিক-ওদিক আরও ১১টি গোখরা। সেগুলো মেরে ফেলেন তারা। এর আগে রাজশাহী, নাটোর, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে গোখরা পাওয়া যায়।

Advertisements

সর্বশেষ খবর