Advertisements
বিভাগীয় সংবাদ

এবার ঈশ্বরদীতে শোবার ঘরের ২ শতাধিক তাজা গোখরা!

ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের দুবলাচরা গ্রাম থেকে দুই শতাধিক গোখরা সাপ পাওয়া গেছে।

শুক্রবার বিকেলে গ্রামের সানোয়ার রহমানের শোবার ঘরের একটি গর্ত খুঁড়ে এই তাজা সাপগুলো বের করা হয়।

সানোয়ার রহমান জানান, প্রথমে শোবার ঘরে একটি সাপ দেখা যায়। সাপটি মারতে গেলে সেটি গর্তে ঢুকে যায়। পরে গর্তে আরো অনেক সাপ দেখা যায়। খবর পেয়ে গ্রামের মানুষ জড়ো হয়। পরে স্থানীয় সাপুড়েকে খবর দিলে তিনি এসে গর্ত খুড়ে দুই শতাধিক সাপ ধরে নিয়ে যান।

Advertisements

সর্বশেষ খবর